চা পাতার ব্যবসায় PF Tea হলো চোট গুটি দানা। PF Tea দেখতে চিনির দানার চেয়ে একটু বড় দানার মত। PF Tea এর থেকে আর একটি ছোট দানাদার চা হলো RD Tea। এখন বলব PF Tea কোন কোন অঞ্চলে ও বৈশিষ্ট ও দাম সমপর্কে।
PF Tea কোথায় চলেঃ পিএফ চা পাতা বাংলাদেশের প্রায় সব অঞ্চলে চলে। যে সকল দোকানে লিকার ৪০ মিনিট থেকে ১ ঘন্টা রাখে সেই সব দোকানে পিএফ টি প্রভাইট করা ভালো হবে। এতে করে ক্লেম আসবে না।
পিএফ চা পাতার বৈশিষ্টঃ পিএফ চা পাতা হলো ছোট দানার চা পাতা। কেটলিতে দিলে এর লিকার আসা শুরু করে ১ থেকে ২ মিনিটের মধ্যে। এবং লিকার স্ট্রং থাকে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত। যদিও এটা গ্যারান্টি দিচ্ছি ভাল মানের চা পাতার উপর।
পিএফ চা পাতার দামঃ পিএফ চা পাতার দাম বলতে লিফ চা পাতার মতই। এটা বাগানের উপর নির্ভর করে, নির্ভর করে ব্লেন্ডিং এর উপর এবং নির্ভর করে ভাল কোম্পানীর উপর। তবে সরকারি চা নিলাম কেন্দ্র হতে ভ্যাট সহ পঞ্চান্ন কেজি বস্তার প্রতিকেজি ১৪৫/- টাকা থেকে শুরু করে ৩৮০/- টাকা পর্যন্ত হয়ে থাকে।
তবে অবশ্যই প্রশ্ন উঠতে পারে আপনাদের চায়ের এত দাম দিয়ে কিনব কেন.?
উত্তরঃ আমরা সেরা বাগানের চা পাতা প্রভাইট করে থাকি, তাই আমাদের চা পাতার দাম একটু বেশি হয়। অবশ্য আপনাকে অনেকেই আপনাকে কম দামে চা পাতা প্রভাইট করে থাকবে । তবে আপনি সেখান থেকেও নিতে পারেন। কোয়ালিটি সমন্ধে আমরা তেমন কিছু বলতে পারব না। আমাদের চায়ের বর্তমান ব্লেন্ডিং বাজার মূল্য ২৬৫/- টাকা প্রতিকেজি। আর অবশ্যই আপনাকে সর্বনিম্ন ২০ কেজি অর্ডার করতে হবে।
Reviews
There are no reviews yet.