চায়ের জগৎ এ gbop tea হলো বিওপি চায়ের থেকে একটু ছোট দানা। এই চা পাতা আপনি তাদেরকে দিবেন যে সকল টি স্টলে ১ থেকে ১.৫ ঘন্টা লিকার কেটলিতে রাখে। বিওপি চা পাতার লিকার আসতে ২ থেকে ৩ মিনিট সময় লাগে।
যে সকল অঞ্চলে জিবিওপি চা চলেঃ জিবিওপি চা প্রায় সব জায়গায় চলে। বিশেষ করে বাসাবাড়ীতে বেশি চলে এ সকল চা। চা পাতার ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে এ সকল চায়ের নাম সহ সব বিষয়ে ধারনা রাখতে হবে।
মুল্য কত.?
একল চা পাতা প্রতি বস্তার ওজন ৫৫ কেজি হয়ে থাকে। প্রতি চা পাতার অকশন বিটে বিভিন্ন দাম হয়ে থাকে। এটা সমপূর্ণ নির্ভর করে চায়ের মানের উপর ও বাগানের উপর। তবে ধারনা অনুযায়ী ১৭% সরকারি ভ্যাট সহ প্রতিকেজি চায়ের মুল্য ১৫৫/- টাকা থেকে শুরু করে ৩৮০/- পর্যন্ত দাম আসে।
তবে আমরা এখানে যে মূল্য দিয়েছি সেটি ব্লান্ডিং করে দেওয়া হয়েছে। ব্লেন্ডিং কি সেটি আপনি অন্য পোস্ট থেকে পড়তে পারবেন।
আরও বিস্তারিত জানার জন্য ফোন দিতে পারেন আমাদেরকে।
Kamrul Islam Rassell –
Best for the Dhaka City Tea lovers.
admin –
thanks