পিএফ চা (PF Tea)

জানুন পিএফ চা (PF Tea) সম্পর্কে

Share The Post

পিএফ চা পাতা একটি গুরুত্বপূর্ণ চা পাতা। Pf tea এর সাইজ অনেকটা ছোট। পিএফ চা (PF Tea) পাতা GBOP ও OF চা থেকে একটু ছোট। আবার ছোট বলে পিএফ চায়ের মার্কেট এ কদর কম তা আবার ভাবলে চলবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার এলাকার মুদির দোকানগুলোতে ১০ গ্রাম থেকে শুরু করে ২০০ গ্রাম পর্যন্ত পিএফ চা (PF Tea) চলে। তারমানে বাসাবাড়ীতে অবশ্যই পিএফ চা চলে।
তবে আপনি পিএফ চা পাতা সব জায়গায় মার্কেটিং করতে পারবেন।

কোন কোন অঞ্চলে পিএফ চা (PF Tea) বেশি চলে?

ঢাকা, চট্রগ্রাম, বরিশাল, রংপুর, রাজশাহী অঞ্চলে পিএফ চা বেশি চলে। সব থেকে বেশি বিক্রি হবে ঢাকায়। আর একটা সুন্দর বুদ্ধি বলে দিচ্ছি সেটা হলো আপনি যদি কোন চা স্টল রানিং দেখেন তাহলে বুঝে নিবেন সেই দোকানে পিএফ চা অথবা আরডি চা চলে।

দাম কেমন পিএফ চায়ের (PF Tea)?

চায়ের দাম নিয়ে কেউ কখনও বলতে পারবে না। কারন আপনি ভাল কোয়ালিটির চা নিয়ে মার্কেটিং করলে আপনি লাভের মুখ দেখবেন আর যদি আপনি খারাপ কোয়ালিটির চা পাতা নিয়ে মার্কেটিং করেন তাহলে আপনি পথে বসতেও পারেন। সেটা জিবিওপি থেকে শুরু করে সিডি/ডাস্ট চা পাতা পর্যন্ত।

আমরা আপনাদের গ্যারান্টি সহ চা পাতা দিবো, তবে অবশ্যই আমাদের দামে কিনতে হবে। আপনি আমাদের কাছ থেকে চা পাতা কিনতে চাইলে ফোন দিতে পারেন। অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে আপনি ৫৫ কেজির পিএফ চা পাতার অর্ডার করতে পারবেন

Facebook Comments Box

Share The Post

1 thought on “জানুন পিএফ চা (PF Tea) সম্পর্কে”

  1. চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয়। সকালে এক কাপ গরম চা না পেলে বাঙালি সমাজের যেন একদম চলে না। বাংলাদেশের সেরা বাগান থেকে বাছাই করা জবা ব্ল্যাক টি-এর বড় দানা চা পাতা অন্যতম। জবা ব্ল্যাক টি স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!