Gbop Tea

Gbop Tea

Share The Post

Gbop Tea চা মানে Bop চায়ের ছোট ভাই, আরও সহজ করে বলছি। GPOP। চা হচ্ছে BOP চায়ের দানার চেয়ে একটু চিকন। আপনি যদি কোন মার্কেট এ বিওপি চা চালান তাহলে সেই মার্কেট এ জিবিওপি চা চালাতে পারবেন। এবার আসুন জেনে নেই Bop ও Gbop চায়ের পার্থক্য।

পার্থক্য সমূহঃ

  • Gbop চা দেখতে বিওপি চায়ের থেকে ছোট দানাদার হয়ে থাকে।
  • BOP চায়ের থেকে একটু কম সময়ের মাঝে লিকার আসে।
  • আবার একটু কম সময়ের মাঝে লিকার চলে যায় অথবা কালো হয়ে যায়।

পার্থক্য বলতে কিছুই নাই, তারপরেও কষ্ট করে ৩ খানা পার্থক্য লিখে দিয়েছি। আর শেষে একটি কথা লিখেছিলাম যে কালো হয়ে যায়। ভাই চা পাতা তৈরি হয় গাছের পাতা দিয়ে। লোহাও যদি গরম পানিতে ২ ঘন্টা জাল দেন তাহলে লোহাও কিন্তুু কালো হয়ে যাবে। আর গাছের পাতা তো স্বাভাবিক। তাই বলে যে চা পাতাটি খারাপ ছিল তা না। চায়ের স্টল থেকে কম্পেলেইন আসে এই কারনে যেঃ চায়ের পাতা কালো হলে দুধ বেশি লাগে। তাই তারা এমন কথা বলে।

আবার অনেক ব্যবসায়িকে দেখেছি যে ১৬০-২২০/- টাকার মধ্যে ১০০% গ্যারান্টি সহকারে দিবে যা ৩-৫ ঘন্টাও নাকি কালো হবে না। আমি সোজা ওদেরকে বলব বা*পার। এরকম কোম্পানির সাথে ব্যবসা না করতে। কারন মিথ্যা দিয়ে আপনার হাতে অচল চা ধরে দিবে।

চা পাতার ব্যবসা নিয়ে কিছু কথা

আপনি সব সময় এই একটি কথা মনে রাখবেন, শুধু চা পাতার ব্যবসার ক্ষেত্রে না, সব ব্যবসায়।সেটা হলোঃ ভাল টাকায় ভাল পণ্য, ভাল পণ্যে ভাল ব্যবসা, ভাল ব্যবসায় রিজিক নিয়োজিত।

GBOP চা নিয়ে অনেক বক বক করেছি এবার দেখি কোন অঞ্চলে এই চা চলে ও প্রাইজ কেমন হতে কেমন হতে পারে।

GBOP চা সারাদেশে চলে, বিশেষ করে বাসা বাড়ীতে, ২০ গ্রাম, ৫০গ্রাম, ২০০গ্রাম এর প্যাকেট এ। তবে খুলনা অঞ্চলের শুধুমাত্র কুষ্টিয়া ছাড়া সব টি স্টলে সিডি ডাস্ট চা চলে। সিডি ডাস্ট চা কি তা পড়তে এই লিংক এ ক্লিক করে পড়তে পারেন।

দাম নিয়ে আর কিছু বলার থাকে না। এই চা সর্বনিম্ন ১৪০/- থেকে শুরু করে ৩৮০/- টাকা পর্যন্ত বিক্রি হয় ( খোলা ৫৫ কেজি বস্তায়) আবার ১৪০/- টাকা দেখে সেটা নিয়ে ব্যবসা করবেন না। সাথে সাথে পুজি হারাবেন কিন্তুু।

সর্বশেষ

এই হলো GBOP চা সমন্ধে কিছু আলোচনা। এখন যেখান থেকেই চা পাতা ক্রয় করেন না কেন, দেখে শুনে বুঝে তারপর ক্রয় করে ব্যবসা করতে পারেন।

ধন্যবাদ সবাইকে

+8801625-359154

Facebook Comments Box

Share The Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

12 + 6 =

Shopping Cart
error: Content is protected !!