bop tea

Bop Tea

Share The Post

Bop Tea is a good tea in bangladesh. it is a large size of tea. বিওপি চা হলো FBOP চায়ের চেয়ে একটু ছোট। আর বাজারে বিওপি চায়ের চাহিদা অনেক। বিশেষ করে যে সব দোকানে বেশি সময় ধরে লিকার করে তাদের জন্য বিওপি চা পাতা বেস্ট। কারন বিওপি চা বেশিক্ষণ কেটলিতে থাকলে কালো হয় না।

তবে বিওপি চায়ের অসুবিধে হলো কেটলিতে দেওয়ার সাথে সাথে লিকার আসবে না। ২ থেকে ৩ মিনিট পর লিকার ছেড়ে দিবে। এবং অনেক সময় ধরে চলতে থাকবে।

বিওপি চা যে সকল এলাকায় চলেঃ ঢাকা বিভাগের কিছু অঞ্চলে, যেমন- সাভার, আশুলিয়া, মহাখালী,  গাজীপুর, কোনাবাড়ী, সহ বিভিন্ন এলাকায়। চট্রগ্রাম বিভাগের কিছু এলাকায় যেমন- চট্রগ্রম সিটি ও এর আশেপাশে, নোয়াখালী,  কুমিল্লা এর বিভিন্ন এলাকায়। রংপুর বিভাগের কিছু এলাকায় যেমন – লালমনিরহাট,  কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড় জেলায়।

তাছাড়া মুদি মালের দোকানে বিওপি চা চলে বেশি। বিশেষ করে যারা বাসা বাড়ীতে চা পান করেন। তাদের জন্য BOP চা অন্যতম।

আপনি আমাদের কাছ থেকে বিওপি চা পাতা কিনতে পাবেন। সর্বনিম্ন ১৬০/- টাকা কেজি থেকে ২৩০/- টাকা পর্যন্ত। আপনি এই টাকায় ব্যবসা করতে পারবেন কিনা আমরা গ্যারান্টি দিতে পারব না। কারন অনেকেই অফার করে যে আপনাকে ১২০/- টাকায় চা পাতা দিবে। তাহলে বড় বড় কোম্পানী চলত না দেশে। এখন বাকিটা বুঝে নিন।

আমাদের কাছ থেকে বিওপি চা পাতা কিনতে হলো আমাদের ভাল রেট দিতে হবে আপনাকে। আর ভাল রেট দিলে তো আপনি ভালভাবে ব্যবসা করতে পারবেন। আমাদের কাছ থেকে বিওপি চা পাতা কিনতে এখানে ক্লিক  করুন। আর যদি কোন ধরনের পরামর্শ পেতে চান তাহলে +8801625-359154 নাম্বারে কল করতে পারেন যে কোন সময়।

Facebook Comments Box

Share The Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

1 × three =

Shopping Cart
error: Content is protected !!