চা পাতার পাইকারি বাজার

চা পাতার পাইকারি বাজারের ঠিকানা

Share The Post

চা পাতার ব্যবসা অত্যন্ত লাভজনক একটি ব্যবসা। যদি আপনি সব কিছু নিয়ম অনুযায়ী করে থাকেন। এই চা পাতার ব্যবসা করে অনেকেই লাভবান হয়েছেন। আপনি যদি খুচরা চা পাতার ব্যবসা করেন তাহলে আপনাকে পাইকারি চা বাজার হতে চা কিনে ব্যবসা করতে হবে। এই জন্য সব খুচরা চা পাতার ব্যবসায়িরা চা পাতার পাইকারি বাজারের ঠিকানা খুজে থাকেন।

চা পাতার কিছু সুপরিচিত পাইকারি বাজার রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বড় কিছু বাজার হলঃ

  • শ্রীমঙ্গল পাইকারি চা বাজার
  • চট্টগ্রাম পাইকারি চা বাজার
  • ঢাকা চায়ের বাজার
  • পঞ্চগড় চায়ের বাজার

চলুন এবার বিস্তারিত জেনে নেয়া যাক চা পাতার পাইকারি বাজার সম্পর্কে বিস্তারিত।

শ্রীমঙ্গল পাইকারি চা বাজার

শ্রীমঙ্গল চা বাজার ঠিকানা
ঠিকানাঃ শ্রীমঙ্গল পাইকারি চা নিলাম কেন্দ্র (অকশন হাউস), শ্রীমঙ্গল। খাঁন টাওয়ার (২য় তলা), মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল-৩২১০, মৌলভীবাজার

বাংলাদেশে সব থেকে বেশি চা উৎপন্ন হয় সিলেট বিভাগে। আবার সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয় এই কারনে যে সব থেকে বেশি চা উৎপন্ন হয় শ্রীমঙ্গল অঞ্চলে। তাই শ্রীমঙ্গল কে কেন্দ্র করে শত শত টি হাউজ রয়েছে। তাদের কাজ হল শুধু পাইকরি চা বিক্রি করা। চা পাতার বস্তা হিসেবে টি হাউজগগুলো বিক্রি করে থাকে। শ্রীমঙ্গলের আনাচে কানাচে অনেক চায়ের গোডাউন রয়েছে। আপনি যদি শ্রীমঙ্গল পাইকরি চা বাজার থেকে চা কিনতে চান তাহলে বাংলাদেশের যে কোন স্থান থেকে এসে সরাসরি দেখে চা পাতা ক্রয় করতে পারেন।

চট্টগ্রাম পাইকারি চা বাজার

আপনি যদি চা পাতা কেনার জন্য কোন চায়ের পাইকারি দোকান থেকে চা কিনতে চান তাহলে আপনি চট্রগাম থেকে চা পাতা কিনতে পারেন। চট্রগামে রয়েছে অনেক চা পাতার পাইকারি দোকান। চায়ের বাজার চট্রগ্রামে আপনি সব রকমের চা কিনতে পারবেন। আপনি সরাসরি তাদের গোডাউনে গিয়ে চা দেখে শুনে ক্রয় করতে পারবেন। আপনি বস্তা হিসেবে চা পাতা কিনে ব্যবসা করতে পারেন।

ঢাকা চায়ের বাজার

আপনি যদি ঢাকা থেকে চা পাতা ক্রয় করতে চান তাহলে হাতের কাছেই দেখতে পারেন অনেক রকম টি হাউজ। আপনি সেখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী চা পাতা ক্রয় করতে পারবেন। তবে ঢাকা থেকে চা পাতা কিনলে আপনাকে চা সমন্ধে ভাল ধারনা রাখতে হবে।

পঞ্চগড় চায়ের বাজার

বেশ কিছু বছর থেকে সমতল ভূমিতে চা চাষ হচ্ছে পঞ্চগড় জেলার তেতুলিয়ায়। তেতুলিয়ার চা বাগানে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রকম চায়ের পাইকারি দোকান। আপনি যদি পঞ্চগড় থেকে চা পাতা কিনতে চান তাহলে সরাসরি তাদের ওখানে গিয়ে চা কিনতে পারবেন।

চায়ের অকশন

বাংলাদেশে সিলেট, চট্রগ্রাম ও পঞ্চগড় ছাড়াও বিভিন্ন জেলায় চা বাগান গড়ে উঠেছে। তবে গুনগত মানের দিক দিয়ে বাংলাদেশে সিলেট ও চট্রগাম জেলার চা প্রথম স্থানে রয়েছে। আর চা বাগান থাকলেই যে আপনি চা কিনতে পারবেন তা নয়। চা একটি সরকারি খাদ্য। তাই আপনাকে চায়ের ব্যবসা করতে গেলে বৈধ লাইসেন্স এর মাধ্যমে কিনতে হবে। এর জন্য আপনাকে অকশন বিটার লাইসেন্স করতে হবে। সেই সাথে খুচরা ও পাইকারি চা পাতার লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশে দুটি জায়গায় চা পাতার অকশন বা নিলাম কেন্দ্র রয়েছে। একটি হলো চট্রগামে অপরটি হলো শ্রীমঙ্গলে।

চা পাতা কেনার সাবধানতা

আপনি যদি মনে করেন চা পাতা কিনে বিক্রি করে ভাল লাভবান হবো। তাহলে আপনাকে ভাল মানের চা কিনে বাজারে বিক্রি করতে হবে। ভাল মানের চায়ের দাম একটু বেশি হয়। ১৬০/- টাকা থেকে ২২০/- টাকার চা পাতা কিনে আপনি কখনও ব্যবসা করতে পারবেন না । আপনাবে বেশি দাম দিয়ে কিনতে হবে। লিফ (গুটি) চায়ের চেয়ে সিডি ডাস্ট চা পাতার দাম একটু বেশি । আর একটি কথা সব সময় মনে রাখবেন, চা পাতার ব্যবসাকে কেন্দ্র করে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ি রয়েছে। আপনি তাদের থেকে সাবধান থাকতে পারেন।

কোথায় থেকে কিনবেন চা পাতা

আপনি উপরের যেখানে ইচ্ছে সেখান থেকে চা পাতা ক্রয় করতে পারেন। তবে সব থেকে ভাল হয় চায়ের রাজধানী থেকে চা কিনলে। আপনি এখানে সব ধরনের সব রকম চা পাতা কিনতে পারবেন কিছুটা কম দামে। দাম বেশি ফ্যাক্ট না এই চা পাতার ব্যবসায়। আসল জিনিস হচ্ছে চায়ের মান। আপনার চা পাতার মান যদি ঠিক থাকে তাহলে অবশ্যই ভাল ফলাফল পাবেন। আবার আপনার চা পাতার মান যদি খারাপ হয় তাহলে ব্যবসা গুটিয়ে থাকতে হবে।

শেষ কথা

আপনি আমাদের কাছ থেকে কিনুন অথবা যে কোন পাইকারি চা বাজার থেকে কিনুন না কেন। তাদের বলবেন যে সব সময় এক রকম কোয়ালিটির চা আপনাকে দিয়ে থাকে। অনেক ব্যবসায়ি আছে যারা এক চালান খুব ভাল চা দেয় আবার এক চালান অনেক খারাপ চা দেয়। তাহলে আপনি বুঝে নিবেন আপনি যে চায়ের পাইকারি দোকান থেকে চা কিনতেছেন তিনি ততটা অবিজ্ঞতা সমপূর্ণ না। আপনার ব্যবসা ঠিক রাখার জন্য আপনি ঐ কোম্পানি চেন্স করে অন্য কারো কাছ থেকে চা পাতা ক্রয় করুন। আর আমাদের কাছ থেকে যদি পাইকারি দামে ভাল মানের চা পাতা ক্রয় করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা চেষ্টা করব ভাল কিছু দেওয়ার।

 

Facebook Comments Box

Share The Post

13 thoughts on “চা পাতার পাইকারি বাজারের ঠিকানা”

  1. মোঃ শরিফুল হক

    চায়ের ব্যবসা শুরু করতে চায় কিন্তু আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে ব্যবসা শুরু করতে পারি । 01794508114

  2. আমি চা পাতার ব্যবসা করতে চাই আমার বাড়ি ফরিদপুর আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো।দয়া করে একটু বলবেন কি?

  3. শেখ আখতারুজ্জামান

    আমি চা পাতার পাইকারি ব্যবসা করতে চাই। আমার জেলা সিলেট মৌলভীবাজার।

  4. মোঃ মাসুম রানা মাসান

    আমি চা পাতার ব্যবসা করতে ইচ্ছুক তবে আমার কোন লাইসেন্স নেই , কিভাবে কি করবো বুঝতে পারছিনা আর যদি আমাকে লাইসেন্সনা দেয় তাহলে কি করবো?

    আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ

  5. চায়ের ব্যবসা শুরু করতে চায় কিন্তু আমি কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করে ব্যবসা শুরু করতে পারি । 01628365121

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!