টি শপ বিডি ডট কমঃ আস্সালামুআলাইকুম, কেমন আছেন সবাই। আজ অনেকদিন পর আপনাদের জন্য একটি পোস্ট লিখলাম। যে পোস্ট এর মধ্যে থাকবে চা পাতার ব্যবসা ও চা পাতার ডিলার সমন্ধে। কথা না বলিয়ে শুরু করি কিভাবে আপনার মার্কেট এ খুব সুন্দর ভাবে চা পাতার ব্যবসা করবেন।
কেনো চা পাতার ব্যবসা করবেন?
বর্তমান বাজারে চাহিদা অনুযায়ী চায়ের কোন বিকল্প নেই। আপনি যদি এই ব্যবসা ধৈর্য সহকারে করেন তাহলে সফল হবেন ইনশাআল্লাহ্। তবে মনে রাখতে হবে মার্কেট এর দক্ষতা ও কম্পিডিশন। আপনি যদি মনে করেন যে আপনি চা পাতার ব্যবসা করে আপনার সংসার চালাবেন তাহলে অবশ্যই আপনার চা পাতার ব্যবসাকে নিজের চাকরির মত করে দেখতে হবে। সময় মত মার্কেট এ যেতে হবে। চায়ের দোকানিদের সাথে আপনাকে সময় দিতে হবে। এবং ভাল পণ্য তাদের দোকানে দিতে হবে। দেন আপনি সফল হবেন। হয়তো জানেন অল্প পুজির ব্যবসা হলো চা পাতার ব্যবসা। আসলে তা না, আপনাকে মার্কেট এ আপনার পুজির পুরো অংশ ফেলে রাখতে হবে। তাহলে আপনি ভাল টাকা আয় করতে পারবেন।
জানুন চা পাতার ব্যাবসা সম্পর্কে
চা পাতার ব্যবসা করতে গেলে অবশ্যই আপনাকে চা পাতা নিয়ে কাজ করতে হবে। সে জন্য আপনাকে চা পাতা সমন্ধে জানতে হবে। চা পাতার সাইজ এর ভিন্ন রকম প্রকারভেট আছে যাহা আমার আগের পোস্ট এ দেওয়া আছে। কারন অঞ্চল ভিত্তিকে চা পাতা চলে। আপনারা যারা খুচরা চা পাতার ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে আপনার এলাকার চায়ের দোকানগুলো মনিটরিং করতে হবে। দেখতে হবে কোন চা চলে – চায়ের নামগুলো আবার ক্রমানুযায়ী দেওয়া হলোঃ বিওপি, বিওপিs, জিবিওপি, ওএফ, পিডি, পিএফ, আরডি, ডাস্ট ও সিডি অথবা সিডি/ডাস্ট।
বিঃদ্রঃ এখানে শুরু থেকে মোটা দানা ও সব শেষ সব থেকে ধুলো দানার নাম দেওয়া হয়েছে।
চা পাতার ডিলার নিবেন কিভাবে?
চা পাতার ডিলার নিয়ে আপনাদের ধারনা দেওয়ার মত কোন কথা নেই। কারন আপনারা যারা ব্যবসা করেন তারা ইতিমধ্যেই জানেন যে কিভাবে চা পাতার ডিলার বা অন্য কিছু পণ্যের ডিলার নেওয়া হয়। তবে কেউ কেউ প্রফেশনাল চা পাতার ডিলার নেয় আবার কেউ কেউ অন্য প্রডাক্ট এর সাথে চা পাতার ডিলার নেয়। এগুলো একান্ত আপনার ইচ্ছে। তবে আপনাকে চা পাতার ডিলার সমন্ধে কিছু ধারনা দেওয়া হলো যদি এসব ফলো করেন তাহলে আপনি মার্কেট এ ভাল কিছু করতে পারবেন যেমনঃ
চা পাতার ব্রান্ডিং প্যাকেট
আপনাকে চা পাতার ব্রান্ডিং সমন্ধে আগে সব জানতে হবে। কারন আপনি যে ব্রেন্ডিং এ চা পাতার ডিলার নিবেন সেটি বাজারের পলি কিনা। কারন বাজারে অনেক পলি আছে যেগুলো কেজি হিসেবে কিনতে পাওয়া যায়। কিছু অসাধু ব্যবসায়ি আছে যারা আপনাকে বলবে এই চা কোম্পানি আমাদের। কিন্তুু পরবর্তিতে মার্কেট এ চা পাতা দেওয়ার পর দেখবেন অন্য কেউ আপনার প্যাকেট আপনা বাজারে দিয়েছে। কারন সেই পলি সেও কিনে নিয়েছে। তাহলে আপনাকে হয়তো এখানেই ব্যবসা শেষ করতে হবে। আর তাছাড়া বেশিরভাগ বাজারের পলিতে নেই ট্রেড মার্ক TM, নেই BSTI অনুমোদন। এতে করে আপনি আইনি জটিলতায় এ পড়তে পারেন।
ব্লেন্ডের নিশ্চয়তা
আপনাকে দেখতে হবে কতভাগ ব্লেন্ডের নিশ্চয়তা দেয়। আপনি সব কিছু তাদের কাছ থেকে আগে শুনে নিবেন। তবে মনে রাখবেন কোন কোম্পানী চায় না তাদের প্যাকেট বাজারে খারাপ হয়ে যাক, সব কোম্পানী চায় তাদের মান ঠিক রাখার জন্য। তবে বাজারের প্যাকেট বাদে। এসব দিকে খেয়াল করে আপনি ব্যবসায় নামতে পারেন।
চা কোম্পানীর সাথে চুক্তি
আপনি কোম্পানী সিলেক্ট করার তাদের সাথে চুক্তি করতে পারেন। কারন চুক্তি ছাড়া আপনি কখনও সেই কোম্পানীর সাথে ব্যবসা করবেন না। আপনি যদি ডিপো নেন তাহলে সে অনুযায়ী চুক্তি করবেন আর আপনি যদি চা পাতার ডিলার নেন তাহলে সেই চুক্তি করবেন। বলা বাহুল্য যে অনেক কোম্পানী আছে যারা আপনাকে জামানত নিয়ে চা পাতার ডিলার বা ডিপো দিবে। আবার অনেক কোম্পানী আছে যে তারা আপনাকে বিনা জামানতে ডিলার ও ডিপো দিবে। আপনার যেটা সহজ ও যেটা ভাল হয় আপনি সেই দিকে যাবেন।
কেন চায়ের ব্রান্ডিং প্যাক নিবেন
একটি কোম্পানী যখন রান হয় তখন আপনি কেন নিবেন সেগুলোও আপনাদের অনেক ধারনা আছে। তবে কিছু এখানে দেওয়া হলোঃ – একটি চা কোম্পানী যখন তখন সেই কোম্পানির পরিচালক দেখে মার্কেট ও কিভাবে মার্কেট এ ভাল পর্যায়ে যেতে হয়। সে জন্য বিভাগ, জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের দিকে চেয়ে থাকে। আর আপনি যদি সেই কোম্পানির যে কোন পর্যায় থেকে ডিলার নেন তাহলে মনে করবেন আপনিও সেই কোম্পানির একজন মালিক। কারন আপনি সেই কোম্পানির সাথে চুক্তি করেছেন যে আপনার এলাকায় অন্য কেউ সেই চা পাতার ব্রান্ড বিক্রি করতে পারবে না। আপনার এরিয়া মানেই আপনি সেই এরিয়ার জন্য সেই কোম্পানির মালিক।
আপনাদের জন্য আমাদের প্রয়াস
এতদিন অনেকেই বলেছেন যে আমরা চা পাতার ডিলার নিতে চাই। তাই আমরা আজ আপনাদের জন্য আমাদের ব্রান্ডিং চা পাতার ডিপো ও ডিলার নিয়োগ দিতে চাই। আমরা আপনাকে দিচ্ছি সহজ শর্তে এবং বিনা জামনতে শতভাগ গ্যারান্টিযুক্ত চা পাতা। আপনি যদি জেলা পর্যায়ে অথবা থানা পর্যায়ে চা পাতার ডিলার নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কোম্পানির নাম- রেবনল টি লিঃ আর আমাদের চায়ের প্যাকেট এর মোড়কের ছবি হলো-
এছাড়া হেল্পলাইনগুলো হলোঃ
Website adress: www.rebnaltea.com.bd
E-mail : sales@teashopbd.com
Phone : +88 01713-426386
+88 01625-359154
যাইহোক সময় সল্পতার কারনে অনেকদিন পর আপনাদের জন্য একটি পোস্ট করলার। আর আপনাদের জন্য পরবর্তিতে পোস্ট করবো কিভাবে আপনি চা পাতার মার্কেট এ বদনাম মুক্ত করবেন। যদি বেচে থাকি তাহলে ইনশাআল্লাহ্ আপনাদের জন্য পোস্ট করব।
–ধন্যবাদান্তে –
সাইদুর রহমান
পরিচালক
রেবনল টি ও টি শপ বিডি
আমি ডিলারশিপ নিতে চাই
মোহাম্মদ সেনাউল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ সদর
মোবাইল নং 01791-682829
আমি ডিলার নিতে আগ্ৰহী।
আপনাদের সহযোগিতা কামনা করি।
01738749849 please contact me,shirajgonj,shahzadpur,I want to take dealershi.
আমি নিব খুলনা থেকে ..দেওয়া যাবে দেওয়া গেলে 01903055171 এ কল দেন
আমি ডিলারশীপ নিতে চাই কিভাবে নিবো?
Pleases call 01713-426386
আমি ডিলার হতে চাই
Pleases call 01713-426386
জ্বী, হতে পারবেন
আসসালামু আলাইকুম, আমি ভালো ব্রান্ডের চা পাতা ডিলারশিপ নিতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি।
Md Imam Hasan
01761410911
চাখার,বানারীপাড়া, বরিশাল।
call 01713 426386