biggest business challenge

কেন চা পাতার ব্যবসায় নতুন উদ্যোক্তারা ঝড়ে পড়ে.?

Share The Post

আজ একটি গুরুত্বপূর্ণ লেখা নিয়ে আসলাম কেন চা পাতার ব্যবসায় নতুন উদ্যোক্তারা ঝড়ে পড়ে.? সবার মাঝে আশাকরি পুরোটাই পড়বেন। আপনারা হয়তো জানেন এই সিজেন – ২০১৯ এ চা পাতার ফলন অনেক হয়েছে। তাই মার্কেট ও অনেক কম্পিডিশন হয়ে গেছে। সেই কারনে চা পাতার ব্যবসার মধ্যে অনেক ঝুকি চলে এসেছে।

কি রকম ঝুকি সেটা যারা মার্কেট এ চা পাতা নিয়ে কাজ করে তারাই ভাল জানে। তবে তাই বলে কি ব্যবসা বন্ধ করা যায়.?? অবশ্যই যায় না। এগুলো সকল ঝামেলা সামলিয়ে যারা মার্কেট এ টিকে থাকবে তারাই আসল ব্যবসায়ি। এখন এই ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবোঃ

• ০১. আপনি যদি নতুন চা পাতা ব্যবসায়ি হোন অথবা হওয়ার জন্য ইচ্ছে পোষন করেন, তাহলে অবশ্যই ভাল মানের চা পাতা ও ভাল দামের চা পাতা দিয়ে শুরু করবেন। কারন প্রথমে বেশি লাভ করতে গেলেই পুজি হারিয়ে বসবেন।


• ০২. এবার কোন কোম্পানির কাছ থেকে ভাল দামে ভাল মানের চা পাতা কিনে মার্কেট এ বিক্রি করতে গিয়ে অবশ্যই আপনার মন খারাপ হবে। কারন দেখবেন আপনি যে রেট এ চা পাতা কিনছেন সেই রেট এ বা তার চেয়ে কম দামে অন্যরা চা পাতা দোকানে বিক্রি করছে। তাহলে মাথায় হাত দেওয়া ছাড়া কিছুই নেই। অপেক্ষা করুন এর উত্তর নিচে পেয়ে যাবেন।


• ০৩. অনুমোদনহীন ও নামে বে-নামে চা পাতার প্যাকেট এ ছড়া-ছড়ি বাজার। ব্যবসা করার আগে ৫/৬ টা কোম্পানির চা পাতার নাম শুনেছেন। যখন মার্কেট এ আপনার চা পাতা বিক্রি করতে যাবেন তখন দেখবেন শত শত ব্রান্ড মার্কেট এ আছে। কোনটা বৈধ আবার কোনটা অবৈধ। তবে অনেক সময় ভ্রাম্যমান আদালত এগুলো মনিটরিং করে এবং জরিমানা /জেল বা উভয়েই শাস্তি দেয়।
এসব নিয়েই আজকের মুল আলোচনা করব ইনশাআল্লাহ্ উপরের ৩ টি বিষয়ের উপর এখন বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

উপরের ৩ টি কথার উত্তর নিচে প্রদান করছি, আশাকরি ভালভাবে পড়বেন

Facebook Comments Box

Share The Post

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
error: Content is protected !!