আজ একটি গুরুত্বপূর্ণ লেখা নিয়ে আসলাম কেন চা পাতার ব্যবসায় নতুন উদ্যোক্তারা ঝড়ে পড়ে.? সবার মাঝে আশাকরি পুরোটাই পড়বেন। আপনারা হয়তো জানেন এই সিজেন – ২০১৯ এ চা পাতার ফলন অনেক হয়েছে। তাই মার্কেট ও অনেক কম্পিডিশন হয়ে গেছে। সেই কারনে চা পাতার ব্যবসার মধ্যে অনেক ঝুকি চলে এসেছে।
কি রকম ঝুকি সেটা যারা মার্কেট এ চা পাতা নিয়ে কাজ করে তারাই ভাল জানে। তবে তাই বলে কি ব্যবসা বন্ধ করা যায়.?? অবশ্যই যায় না। এগুলো সকল ঝামেলা সামলিয়ে যারা মার্কেট এ টিকে থাকবে তারাই আসল ব্যবসায়ি। এখন এই ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবোঃ
• ০১. আপনি যদি নতুন চা পাতা ব্যবসায়ি হোন অথবা হওয়ার জন্য ইচ্ছে পোষন করেন, তাহলে অবশ্যই ভাল মানের চা পাতা ও ভাল দামের চা পাতা দিয়ে শুরু করবেন। কারন প্রথমে বেশি লাভ করতে গেলেই পুজি হারিয়ে বসবেন।
• ০২. এবার কোন কোম্পানির কাছ থেকে ভাল দামে ভাল মানের চা পাতা কিনে মার্কেট এ বিক্রি করতে গিয়ে অবশ্যই আপনার মন খারাপ হবে। কারন দেখবেন আপনি যে রেট এ চা পাতা কিনছেন সেই রেট এ বা তার চেয়ে কম দামে অন্যরা চা পাতা দোকানে বিক্রি করছে। তাহলে মাথায় হাত দেওয়া ছাড়া কিছুই নেই। অপেক্ষা করুন এর উত্তর নিচে পেয়ে যাবেন।
• ০৩. অনুমোদনহীন ও নামে বে-নামে চা পাতার প্যাকেট এ ছড়া-ছড়ি বাজার। ব্যবসা করার আগে ৫/৬ টা কোম্পানির চা পাতার নাম শুনেছেন। যখন মার্কেট এ আপনার চা পাতা বিক্রি করতে যাবেন তখন দেখবেন শত শত ব্রান্ড মার্কেট এ আছে। কোনটা বৈধ আবার কোনটা অবৈধ। তবে অনেক সময় ভ্রাম্যমান আদালত এগুলো মনিটরিং করে এবং জরিমানা /জেল বা উভয়েই শাস্তি দেয়।
এসব নিয়েই আজকের মুল আলোচনা করব ইনশাআল্লাহ্ উপরের ৩ টি বিষয়ের উপর এখন বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
উপরের ৩ টি কথার উত্তর নিচে প্রদান করছি, আশাকরি ভালভাবে পড়বেন